বাড়িতে বসে নতুন ভোটার আইডি কার্ড তৈরি করব কিভাবে ? | Apply for new Voter Id Card
নমস্কার! আজকে এই আর্টিকেল সবার জন্য অনেকেই গুরুত্বপূর্ণ। এই আর্টিকেল মধ্যে আপনারা কিভাবে বাড়িতে বসে ভোটার আইডি কার্ড তৈরি করতে পারেন সে টপিক নিয়ে বিস্তারিত ভাবে চর্চা করব। আপনাদের জন্য ভোটার হেল্পলাইন (Voter Helpline) এপ্লিকেশন লঞ্চ করা হয়েছে।
ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশন সাহায্যে আপনি বাড়িতে বসে নিজের নতুন ভোটার আইডি কার্ড বানাতে পারেন তার সঙ্গে আপনি ভোটার স্লিপও (Voter slip) বাড়িতে বসে ডাউনলোড করতে পারেন। বাড়িতে বসে নতুন ভোটার আইডি কার্ড তৈরি করার জন্য আমাদের এই আর্টিকেলটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন আর স্টেপ গুলোকে ফলো করুন।
বাড়িতে বসে নতুন ভোটের আইডি কার্ড তৈরি করার স্টেপ
1) সব থেকে আগে আপনি play store থেকে ভোটার হেল্পলাইন (Voter Helpline) অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন আর নিজের ফোনের মধ্যে ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশন কে ওপেন করুন।
![Apply New Voter Card Online in Bengali Step 1](https://gyanibandar.com/wp-content/uploads/2023/07/Apply-New-Voter-Card-Online-in-Bengali-Step-1.jpg)
2) ডিসক্লেমার এর নিচে I Agree পাশের চেকবক্সে টিক দিন এবং Next অপশন ওপরে ক্লিক করুন।
![Apply New Voter Card Online in Bengali Step 2](https://gyanibandar.com/wp-content/uploads/2023/07/Apply-New-Voter-Card-Online-in-Bengali-Step-2.jpg)
3) যে ভাষাটা আপনি সহজ ভাবে বুঝতে পারেন ওই ভাষা কে সিলেক্ট করুন আর Get start অপশন এর ওপরে ক্লিক করুন। এখানের দেওয়ার 12 টা ভাষা মধ্যে আপনি যে কোন একটা ভাষা চুজ করতে পারেন।
![Apply New Voter Card Online in Bengali Step 3](https://gyanibandar.com/wp-content/uploads/2023/07/Apply-New-Voter-Card-Online-in-Bengali-Step-3.jpg)
4) এবার Voter Registration অপশন এর ওপর ক্লিক করুন।
![Apply New Voter Card Online in Bengali Step 4](https://gyanibandar.com/wp-content/uploads/2023/07/Apply-New-Voter-Card-Online-in-Bengali-Step-4.jpg)
5) New Voter Registration অপশন এর ওপরে ক্লিক করুন। এই ফর্ম 6 টা নতুন ভোটিং কার্ড বানানোর জন্য ফিলাপ করা যায়।
![Apply New Voter Card Online in Bengali Step 5](https://gyanibandar.com/wp-content/uploads/2023/07/Apply-New-Voter-Card-Online-in-Bengali-Step-5.jpg)
6) Let’s Start অপশন কে সিলেক্ট করুন।
![Apply New Voter Card Online in Bengali Step 6](https://gyanibandar.com/wp-content/uploads/2023/07/Apply-New-Voter-Card-Online-in-Bengali-Step-6.jpg)
7) নিজের মোবাইল নাম্বার দেওয়ার পর Sent OTP বাটন এর উপর ক্লিক করুন। মনে রাখবেন যে মোবাইল নাম্বারটা আপনি ভোটার আইডি কার্ডে দিতে চান ওই মোবাইল নাম্বারটা এখানে ফিল করবেন।
Enter OTP সেকশন এর মধ্যে নিজের মোবাইল নাম্বার উপরে আসার OTP কে ফিল করুন আর Verify OTP বাটন এর উপর ক্লিক করুন।
![Apply New Voter Card Online in Bengali Step 7](https://gyanibandar.com/wp-content/uploads/2023/07/Apply-New-Voter-Card-Online-in-Bengali-Step-7.jpg)
8) এবার আপনি দুটো অপশন দেখতে পারবেন দুটো মধ্যে আপনি ফার্স্ট অপশন মানে Yes I apply for the first time অপশন কে সিলেক্ট করার পর Next বাটনে ক্লিক করুন।
![Apply New Voter Card Online in Bengali Step 8](https://gyanibandar.com/wp-content/uploads/2023/07/Apply-New-Voter-Card-Online-in-Bengali-Step-8.jpg)
9) এখানে নিজের State, District আর নিজের assembly constitution সিলেক্ট করার পর date of birth এর সেকশন এর মধ্যে নিজের জন্ম তারিখ দিন আর Select date of birth সেকশন মধ্যে ওই ডকুমেন্ট আপলোড করুন যার মধ্যে আপনার জন্ম তারিখ ঠিক রয়েছে। আপনি প্যান কার্ড, আধার কার্ড, Birth সার্টিফিকেট যেটা আপনার ইচ্ছা সিলেক্ট করতে পারেন।
এবার Upload বাটনে ওপর ক্লিক করে আপনি যেটা ডকুমেন্ট সিলেক্ট করেছেন ওর একটা ফটোকপি আপলোড করুন আর Next বাটনে ওপর ক্লিক করুন। এখানে আমরা আধার কার্ড দিয়ে আগের স্টেপ গুলো দেখাবো কিন্তু, আপনারা নিজের ইচ্ছার মত যে কোন ডকুমেন্টস সিলেক্ট করতে পারেন।
দ্রষ্টব্য: তবে মনে রাখবেন যে আপনাকে এই ছবিটি স্ব-প্রত্যয়িত করতে হবে, অর্থাৎ, আপনি যে ছবিটি আপলোড করতে যাচ্ছেন তা প্রথমে একটি জেরক্স / রঙিন প্রিন্ট নিয়ে স্বাক্ষর করতে হবে এবং তারপরে এটি স্ক্যান বা স্ক্যান করতে হবে। ফটোগ্রাফ করতে হবে। মোবাইলে আপলোড করা হবে।
![Apply New Voter Card Online in Bengali Step 9](https://gyanibandar.com/wp-content/uploads/2023/07/Apply-New-Voter-Card-Online-in-Bengali-Step-9.jpg)
10) Upload Picture অপশন ওপর ক্লিক করে আপনি নিজে ছবি আপলোড করুন। মনে রাখবেন এই ছবিটা আপনার ভোটার কার্ডে দেখতে পারবেন। তারপরে পেজটাকে স্ক্রল করে জেন্ডার(লিঙ্গ) সিলেক্ট করুন আর আপনার Personal details মানে First name, last name এর সেকশন ফিল করুন। নিচে আপনার নাম আপনি রিজনাল ভাষা দেখতে পারবেন। যদি নামে কোন ভুল থাকে আপনি ঠিক করতে পারেন। তারপরে নিজের আধার কার্ড নাম্বার, নাম আর Disability সেকশন ফিল করার পর Next বাটন উপরে ক্লিক করুন।
![Apply New Voter Card Online in Bengali Step 10](https://gyanibandar.com/wp-content/uploads/2023/07/Apply-New-Voter-Card-Online-in-Bengali-Step-10.jpg)
11) এবার আপনাকে আপনার কাছের সম্পর্কে তথ্য দিতে হবে। তার জন্য আপনি নতুন পেজে Relation type সেকশনে যেকোনো একটা অপশন সিলেক্ট করুন কিন্তু মনে রাখবেন এরকম রিলেশনটাকে সিলেক্ট করবেন যার ভোটার আইডি কার্ড আগে থেকে রয়েছে। তারপর নিচে Enter Voter id number of family member সেকশনে আপনি আপনার কাছের মানুষের যেটা আপনি রিলেশন টাইপ সেকশনে সিলেক্ট করেছেন ওর ভোটার আইডি নাম্বার দিবেন আর Name of relative সেকশনে ওই কাছের মানুষের নাম লিখে Next বাটনে ক্লিক করবেন।
![Apply New Voter Card Online in Bengali Step 11](https://gyanibandar.com/wp-content/uploads/2023/07/Apply-New-Voter-Card-Online-in-Bengali-Step-11.jpg)
12) এবার আপনাকে আপনার বাড়ি ঠিকানা দিতে হবে। আপনি পেজে উপরের অ্যাড্রেসের সব কলমগুলোকে ঠিকভাবে ফিল করে নিচে select address proof সেকশনে যে কোন একটা ডকুমেন্টস সিলেক্ট করুন কিন্তু মনে রাখবেন ওই ডকুমেন্টস মধ্যে আপনার ফর্মে ফিল করার বাড়ির ঠিকানা থাকে। এরপর নিচে আপলোড বাটনে ক্লিক করে সিলেক্ট করা ডকুমেন্ট টাকে আপলোড করে দিন আর Next বাটনে ক্লিক করুন।
দ্রষ্টব্য: তবে মনে রাখবেন যে আপনাকে এই ছবিটি স্ব-প্রত্যয়িত করতে হবে, অর্থাৎ, আপনি যে ছবিটি আপলোড করতে যাচ্ছেন তা প্রথমে একটি জেরক্স / রঙিন প্রিন্ট নিয়ে স্বাক্ষর করতে হবে এবং তারপরে এটি স্ক্যান বা স্ক্যান করতে হবে। ফটোগ্রাফ করতে হবে। মোবাইলে আপলোড করা হবে।
![Apply New Voter Card Online in Bengali Step 12](https://gyanibandar.com/wp-content/uploads/2023/07/Apply-New-Voter-Card-Online-in-Bengali-Step-12.jpg)
13) এবার লাস্টের Declaration পার্ট রয়েছে। ওখানে সবথেকে আগে আপনি নিজের Village/town নাম ফিল করুন আর Date সেকশনে ওই তারিখ টাকে ফিল করুন যে তারিখ দিয়ে আপনি নিজের প্রেজেন্ট এড্রেসে বাস করছেন। তারপরে পেজটাকে স্ক্রল করে Place of application সেকশনে ওই জায়গা নামটা ফিল করুন যেখান থেকে আপনি নতুন ভোটার আইডি কার্ড বানানোর জন্য ফর্মটা ফিল করছেন। সব কিছু ফিল করার পর Done বাটনে ক্লিক করে দিন।
এইবার সামনে পুরো ফিল করা ফর্মটা খুলে আসবে আপনি নিজের ডিটেলস আর একবার চেক করে যদি সব ডিটেলস গুলো ঠিক থাকে তাহলে Confirm অপশনে ক্লিক করবেন না হলে কিছু ভুল থাকলে ফর্মকে আবার edit করবেন।
![Apply New Voter Card Online in Bengali Step 13](https://gyanibandar.com/wp-content/uploads/2023/07/Apply-New-Voter-Card-Online-in-Bengali-Step-13.jpg)
14) ফর্ম ফিলাপ করার পর আপনি পেজে উপরে একটা Reference id দেখতে পারবেন। সেই Reference id নিজের কাছে সেভ করে রাখবেন কেন কি এই Reference id আগে Form status চেক করার জন্য লাগবে।
![Apply New Voter Card Online in Bengali Step 14](https://gyanibandar.com/wp-content/uploads/2023/07/Apply-New-Voter-Card-Online-in-Bengali-Step-14.jpg)
अगर आपको वोटर कार्ड स्टेटस चेक करना हे तो इसे पढ़ें:- Voter Id Card का ऑनलाइन स्टेटस कैसे चेक करे?
ফরম ফিলাপ করার পর ১৫ থেকে ৩০ দিন মধ্যে আপনার ডকুমেন্টস ভেরিফাই হয়ে যাবে আর আপনার ফিল করার মোবাইল নাম্বারে উপরে মেসেজ চলে আসবে কি আপনার ভোটার কার্ড রেডি হয়ে গেছে। মেসেজ পাওয়ার পর আপনি ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। আর তিন থেকে ছয় মাসের ভেতরে আপনার অফলাইন ভোটার কার্ড আপনার বাড়িতে চলে আসবে।
উপসংহার: যদি আপনার বয়স ১৮ বছর হয়ে গেছে আর আপনি নিজের নতুন ভোটার আইডি কার্ড টা বানাতে চাইছেন তাহলে এই আর্টিকেল আপনার জন্য অনেকই গুরুত্বপূর্ণ। এই আর্টিকেল টা পড়ার পর আপনি বাড়িতে বসে নিজের ভোটার আইডি কার্ড তৈরি করতে পারবেন। ভোটের হেল্পলাইন (Voter Helpline) অ্যাপ্লিকেশন দিয়ে বাড়িতে বসে নতুন ভোটার আইডি কার্ড তৈরি করার জন্য যা ডকুমেন্টস লাগে সবগুলো আমরা বিস্তারিত ভাবে এখানে বলেছি। যদি আপনি ভোটার আইডি কার্ড বানাতে চান তাহলে আমাদের এই আর্টিকেল টা শুরু থেকে শেষ অবধি অবশ্যই পড়ুন। ধন্যবাদ!!